Header Ads

DESCRIPTION OF IMAGE

#MeToo নিয়ে এবার মুখ খুললেন ঐশ্বর্য রাই বচ্চন।


নজরবন্দি ব্যুরোঃ তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্কেই বলিউডে এই ক্যাম্পেনের সূত্রপাত। অতীতের যৌন হেনস্থা নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রী, পরিচালক, প্রযোজক-সহ বলিউড ইন্ডাস্ট্রির বহু মুখ।
সেই তালিকায় আছেন সোনম কপূর, স্বরা ভাস্কর, টুইঙ্কল খান্না ও প্রিয়াঙ্কা চোপড়া। বাকি ছিলেন বচ্চন-বধূ। #MeToo সমর্থনে এবার মুখ খুললেন রাইসুন্দরীও।প্রাক্তন বিশ্বসুন্দরী জানিয়েছেন, আজকে যে সব মহিলা তাঁদের সঙ্গে ঘটা অভিজ্ঞতা শেয়ার করছেন, তাতে ভালো লাগছে। এই ধরনের যৌন হেনস্থা আজ নতুন নয়।

 বহুকাল ধরে চলছে। মহিলাদের মানসিক শক্তি ক্রমশ বাড়ছে। এটা ভালো লক্ষণ।

তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্কের হাত ধরে ভারতে #MeToo পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মহিলা মুখ খুলছেন। ইতিমধ্যেই বিকাশ বহেল, গুরসিমরন খাম্বা, উত্‍সব চক্রবর্তী ও অলোক নাথের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়।


Theme images by sndr. Powered by Blogger.