গায়ক শানকে হুমকি পুলিশের ! রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ বাবুলের।
নজরবন্দি
ব্যুরোঃ ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। আসানসোলে গায়ক শানের একটি কনসার্টকে কেন্দ্র কের রাজ্যপুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিজেপির এই নেতা।
একটি টুইটে বাবুল সুপ্রিয় জানান, কলকাতায় পৌঁছে, আসানসোলে সঙ্গীতশিল্পী শান আর কেকে-র কনসার্টে যোগ দেওয়ার ইচ্ছে হয় তাঁর। গতকাল বিকেলের এই কনসার্টের আয়োজন ছিল। কিন্তু আচমকাই শান ফোন করে বাবুলকে জানান, রাতে শানের হোটেল রুমে ঢুকে কয়েকজন পুলিশ অফিসার গায়ককে হুমকি দেন। শানকে বলা হয়, যদি বাবুল সুপ্রিয় এই কনসার্টে আসেন, তাহলে কনসার্টের লাইসেন্স বাতিল করা হবে। এমনই অভিযোগ তুলে টুইট করেছেন মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়।
পাশাপাশি রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দেগে বাবুল জানান, শান আর কেকে তাঁর ভালো বন্ধু। তাই তাঁদের কনসার্টে ঝামেলা হোক তিনি চাননি। আর এই জন্যই আসানসোলের কনসার্টে শেষ পর্যন্ত যানি বাবুল।