Header Ads

মলিন মুখ গুলোতে হাসি ফোটাতে 'ভ্রমর'এর উদ্যোগ, ভরলো বহু দরিদ্র-পেট।

নজরবন্দি ব্যুরোঃ সমাজের নিয়ম কানুনকে তোয়াক্কা না করে স্রোতের উল্টো দিকে যারা চলে তাদেরই 'অন্যরকম' বলা হয়।কেউ বা তাদের 'অসুস্থ'ও বলেন। তবে একথা অনস্বীকার্য যে এরকম 'অসুস্থ'রা আছে বলেই এখনো পৃথিবীতে প্রাণের ছোঁয়া রয়েছে। এরকমই অন্যধারার এক সংগঠন হল 'ভ্রমর'। 


কৃষ্ণনগরের বেশ কিছু যুব নিয়ে গঠিত সমাজসেবী সংগঠন হল 'ভ্রমর'। সমাজের দরিদ্র, বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আগেও জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গেছে 'ভ্রমর'। রবিবার তার গন্তব্য ছিল ঘূর্নির শান্তি ইট ভাটা। সংগঠনের উদ্যোগে এক ভোজনের আয়োজন করা হয় সেখানে৷ প্রায় ৭০ জন শিশু ও ৩০ জন প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট ১০০ জন দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়া হয়। ভ্রমরের সভাপতি অর্ক জোয়ারদার বলেন, এই সমস্ত শিশু ও মানুষ যাদের মুখে হাসি ফুটে ওঠে সামান্য খাবারেই তাদের পাশে দাঁড়ানোটা ভীষন দরকার। আর এতেই তাদের আনন্দ।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.