Header Ads

কালী পুজোর চাঁদা তোলার সময় লরির চাকায় দুই পা থেঁতলে যুবকের মৃত্যু


সৌমেন মিশ্র,পশ্চিম মেদিনীপুর:কালী পুজোর জন্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া সড়কের গাড়ি আটকে চাঁদা তোলার সময় ৩০ তারিখ লরির চাকায় দুই পা থেঁতলে যুবকের মৃত্যু হল মৃতের নাম রাজেশ দোলই
বিকেলে দাসপুর গঞ্জের সবুজ সংঘ খেলার মাঠের সামনে ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী লরিকে আটকে কিছু যুবক ওই সময় যখন চাঁদা তুলতে যায় তখন লরিটি না থেমেই রাজেশ দোলই নামে বছর পঁচিশের এক যুবকের পায়ের ওপর দিয়ে চলে যায় রাজেশকে গুরুতর জখম অবস্থায় প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় 

সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হলে,কলকাতা যাবার পথেই রাত ৯টা ৪৫ রাজেশের মৃত্যু হয় বলে জানাগেছে রাজেশের মৃতদেহ এখন ঘাটাল হাসপাতালের মর্গে আছে এই ভাবে রাস্তা আটকে চাঁদা তুলতে গিয়ে বার বার দুর্ঘটনা, প্রাণ হানি ঘটলেও এক দিকে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলিও যেমন সচেতন হচ্ছে না অন্য দিকে প্রশাসনও কোনও কড়া পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ

DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.