Header Ads

কর্মসংস্থানের জন্য কাঁদছে যুবসমাজ, মুখ্যমন্ত্রী উপহার দিলেন মদ! খোঁচা কংগ্রেস বিধায়কের।

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই গ্রাম গুলিতে মদের দোকান খোলার কথা ঘোষনা করেছে রাজ্য সরকার। রাজস্ব বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক মিলটন রশিদ।
রাজ্য সরকারের গ্রামে গ্রামে মদের দোকান খোলার সিদ্ধান্তকে তীব্র নিন্দা করে মিলটন রশিদ বলেন, এর ফলে উচ্ছন্নে যাবে যুবসমাজ। বাড়বে ধর্ষন, চুরি, ছিনতাই এর মতো ঘটনা। তিনি আরও বলেন, রাজ্যে বেকার সমস্যা প্রকট। চাকরির জন্য দাবি জানিয়ে হতাশ বেকার যুব সমাজ। তাদের সান্ত্বনা হিসেবে মুখ্যমন্ত্রী দিলেন মদের দোকান। বাচ্চা কাঁদলে মা খাবার দেন, আর রাজ্যবাসী কাঁদলে মুখ্যমন্ত্রী দেন মদ।
কংগ্রেস বিধায়ক বলেন, আসন্ন বিধানসভা অধিবেশনে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইবেন তিনি। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বড়সড় আন্দোলনে নামবে কংগ্রেস, হুঁশিয়ারি কংগ্রেসের ওই বিধায়কের।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.