Header Ads

প্রণব মুখার্জি, কবীর সুমনকে সাম্মানিক D.Lit প্রদান কল্যানী বিশ্ববিদ্যালয়ের।

নজরবন্দি ব্যুরোঃ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়কে সাম্মানিক D.Lit প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলো কল্যানী বিশ্ববিদ্যালয়। D.Lit দেওয়া হবে কবীর সুমনকেও।


আগামিকাল দুপুর ৩টের সময় বিশ্ববিদ্যালয়ের এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে। সেখানেই সম্মান প্রদান করা হবে প্রণব মুখার্জিকে, কবীর সুমন প্রমুখকে। জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শংকরকুমার ঘোষ। এদিন অনুষ্ঠানে গণিত বিভাগে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সুমন প্রামাণিককে সম্মানিত করা হবে৷ সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ২১০ জন গবেষককে সম্মান প্রদান করা হবে।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.