Header Ads

সুস্থ হয়ে উঠছেন ইরফান খান, মিললো সুখবর।

নজরবন্দি ব্যুরোঃ মারন রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আড়ালে চলে গিয়েছিলেন অভিনেতা ইরফান খান। বিদেশে তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে মিললো সুখবর। চিকিৎসায় সাড়া মিলেছে। সুস্থ হয়ে উঠছেন ইরফান।


সূত্রের খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ইরফান খান। আগামি মাসেই মুম্বাইতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে তাঁর। আর দেশে ফিরেই পরবর্তী ছবি 'ইংলিশ মিডিয়াম' এর শুটিং শুরু করবেন ইরফান, এমনটাই জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, 'হিন্দি মিডিয়াম' এর সিক্যুয়েল 'ইংলিশ মিডিয়াম' ছবিতে ইরফান খানের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাদুকোন। তবে এবিষয়ে খোলসা করে কিছুই জানাননি পরিচালক কিংবা প্রযোজক।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.