Header Ads

DESCRIPTION OF IMAGE

১০ দিনের জন্য বন্ধ থাকছে আইএসএল। কেন জানেন?


নজরবন্দি ব্যুরোঃ ১০ দিনের জন্য বন্ধ থাকছে আইএসএল। কারণ এই সময়ে ফিফার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের সুচি রয়েছে।
আগামী শনিবার (১৩ অক্টোবর) ভারতও এক ঐতিহাসিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলবে চিনের বিরুদ্ধে। ঐতিহাসিক, কারণ এর আগে চিনের মাটিতে চিনের মুখোমুখি কখনও হয়নি ভারতের ফুটবল দল। খেলা হবে সুজৌ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে।


জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপে খেলবে ভারত। তার আগে প্রস্তুতি হিসেবেই এই ম্যাচ খেলছে ভারত। আগামী ১০ তারিখ বারত রওনা দেবে চিনের উদ্দেশ্যে তার আগে নয়াদিল্লিতে কয়েকটা দিন প্রশিক্ষণ শিবির করবে ভারত।


Theme images by sndr. Powered by Blogger.