Header Ads

DESCRIPTION OF IMAGE

পাক্কা খবর ছিল সেনার কাছে। তল্লাশি শুরু হতেই শুরু গুলি বিনিময়। তারপর?


নজরবন্দি ব্যুরোঃ  বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে দুই থেকে তিনজন জঙ্গিকে ধরতে পেরেছে ভারতীয় সেনা।গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, রাজ্যের কুপওয়াড়ায় ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। সেই মতো তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। তল্লাশির সময়ই সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। 


পালটা গুলি চালান জওয়ানরাও। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একাধিক সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে সেনা। সূত্রের খবর, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্কলার মান্নান ওয়ানিও আছেন। কিছুদিন আগেই তিনি জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন।

Theme images by sndr. Powered by Blogger.