Header Ads

আগে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন, ধর্নায় বসা শিক্ষকদের কটাক্ষ শিক্ষামন্ত্রীর!!

নজরবন্দি ব্যুরোঃ ন্যায্য বেতনের দাবিতে কলকাতা শহীদ মিনার ময়দানে ধর্নায় বসেছেন প্রাথমিক শিক্ষকরা। তাদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের একাধিক নেতা।
প্রাথমিক শিক্ষকদের দাবি, এনসিটিই নির্ধারিত যোগ্যতা অনুযায়ী বেতন চাই তাদের। শিক্ষকদের দাবিকে পূর্ণ সমর্থন সোমবার ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিধায়ক নেপাল মাহাতো, অধীর চৌধুরী সহ আরও অনেকে।

সুজন চক্রবর্তী বলেন, মেলা, কার্নিভ্যালে টাকা খরচ করতে কার্পন্য নেই সরকারের, অথচ শিক্ষকদের বেলায় কোষগারে টান। একই কথা বলেন অধীর চৌধুরী। শিক্ষক আন্দোলনে পাশে থাকার বার্তা দেন তিনি। এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের আন্দোলনকে কটাক্ষ করে বলেন, এরাজ্যের সরকার শিক্ষক আন্দোলনের ব্যাপারে যথেষ্ট সহানুভূতিশীল।

কিন্তু শিক্ষকদের যে অংশ বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন তারা আগে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন। তারপর রাজ্যের আর্থিক পরিস্থিতির উন্নতি হলে তাদের কথা ভেবে দেখা হবে।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.