Header Ads

এবার সারদা-কাণ্ডে ফাঁসতে চলেছেন কে?

নজরবন্দি ব্যুরো: সারদা কাণ্ডে কলকাতা পুরসভাকে নোটিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। টাউন হলের বুকিং সংক্রান্ত বেশকিছু তথ্য জানতে চেয়ে কলকাতা পুরসভাকে নোটিশ দিল কেন্দ্রীয় এই সংস্থা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, সারদা-কাণ্ডের তদন্ত করতে গিয়ে বার বার টাউন হল সংক্রান্ত কিছু তথ্য উঠে আসে। তার ভিত্তিতেই এবার পুরসভাকে নোটিশ দেওয়া হয়। সেখানে স্পষ্ট ভাবে জানতে চাওয়া হয়েছে প্রদর্শনীর জন্য কে বা কারা টাউন হল বুকিং করেছিল? বুকিং এর জন্য কত টাকা দেওয়া হয়েছিল?

টাউন হলটি কত বার বুকিং করা হয়েছিল? এই সমস্ত তথ্য ২৮ শে অক্টোবর এর মধ্যে সিবিআইয়ের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 
Theme images by caracterdesign. Powered by Blogger.