Header Ads

পন্ডিচেরীতে লাল ঝড়! সব ছাত্র সংগঠনকে উড়িয়ে ১১ - ০ তে জয়ী এসএফআই। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ ফের নিজেদের শক্তি প্রমাণ করলো বামেরা। পন্ডিচেরী ইউনিভার্সিটিতে অন্যান্য দলকে ধুয়েমুছে সাফ করে দিয়ে ব্যাপক জয় পেল ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া।

পন্ডিচেরী ইউনিভার্সিটির স্টুডেন্ট এক্সিকিউটিভ নির্বাচনে ভোট হয়। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এসএফআই, এনএসইউআই, ডিএমকে স্টুডেন্টস উইং, এএসএ, এসআইও, এবিভিপি। সমস্ত ছাত্র সংগঠন কে পেছনে ফেলে অবশেষে জয়ী হয় এসএফআই।

মোট ১১টি আসনের মধ্যে ১১টি আসনে জিতে সেন্ট্রাল প্যানেল ইলেকশন জয় করে এসএফআই। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জুনেইদ নজর, ভাইস প্রেসিডেন্ট পদ পেয়েছেন সনিমা নালিয়েত এবং সুগদেভ।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.