Header Ads

DESCRIPTION OF IMAGE

এবারে বাপ বেটির গল্প শোনাবে পরিচালক অভিজিৎ রায়।


নজরবন্দি ব্যুরোঃ পুজো আর বেশি দেরি নেই চারিদিকে বেঁজে উঠেছে আনন্দের সুর ছোটো থেকে বড়ো সবাই মায়ের মুখপানে চেয়ে আছে আর বলছে "বলো দুগা' মা কি"
কিন্তু সেই সাথে কি কোথাও চলছে বিসাদের সুর? হ্যাঁ, আমাদের এমন একটি গল্প উপহার দিতে চলেছেন পরিচালক অভিজিৎ রায় এক বাবা মেয়ের সম্পর্কের গল্পের কান্ডারী হতে চলেছে গোটা বাংলা সিনেমাপ্রেমী মানুষ একটি মাঝি পরিবার, পরিবারের প্রধান সুজন মাঝি দাঁড় টেনে সংসার চালালে পরিবারে সুখের অভাব ছিল না কারন সুজন মাঝির সুখের ঠিকানা ছিল তার একমাত্র মেয়ে উমা স্ত্রী সন্ধ্যার মুখ থেকে কখনো হাসির ছাপ অমলিন হয় নি বাবা মায়ের প্রানের প্রদীপ ছিল উমা

কিন্তু হঠাৎ একটি ঝর, আর সুজন মাঝির স্বপ্নের সংসার শেষ কিন্তু কি হল? কেনই বা সুজন মাঝি দিনের পর দিন নিজে নিজের মধ্যে গুমরে কাঁদতো এই সব কিছুর উত্তর বলে দেবে পরিচালক অভিজিৎ রায় টিম পরিচালিত স্বল্প সময়ের ছবি " আগমনী অবগাহন" ছবিতে সন্ধ্যার চরিত্রে দেখা যাবে থিয়েটার জগৎ এর জনপ্রিয় অভিনেত্রী গুলসানারা কে উমা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী হিমিকা পাত্র কে পরিচালক অভিজিৎ রায় কে দেখা যাবে সুজন মাঝির চরিত্রে


এছাড়া ছবিতে অন্য মুখ্য চরিত্রে আছেন অভিনেতা সুরোজিত মাইতি অভিনেত্রী প্রিয়াঙ্কা সমাদ্দার ছবির পরিচালক অভিজিৎ রায় জানান ইতিমধ্যে ছবির শুটিং এর ৮০ ভাগ শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং হয়েছে কলকাতার বাইরে তিনি বলেন যে এই ছবিতে মানুষ শুধু একটি ভালো গল্প উপহার পাবেন না, সাথে পাবেন প্রকৃতির অপরূপ কিছু লোকেশন যা প্রত্যেক ছবির জন্য খুব উপকারী

Theme images by sndr. Powered by Blogger.