Header Ads

অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ থেকে বাদ ওপেনার শিখর ধাওয়ান।


নজরবন্দি ব্যুরোঃ অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ থেকে বাদ পড়ে হতাশ টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শিখর ধাওয়ান নিজের হতাশা ব্যক্ত করলেও ধাওয়ান এটাও জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট খেলে টেস্ট দলে ফিরে আসাই হবে তাঁর লক্ষ্য

ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে ধারাবাহিক ব্যর্থতার জেরে ধাওয়ানকে বাদ পড়তে হয় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে। ওয়ান ডে টি-২০ ক্রিকেটে জাতীয় দলে জায়গা ধরে রাখলেও ধাওয়ান টেস্টের জন্য অস্ট্রেলিয়াগামী বিমানের টিকিট হাতে পাননি

এই অবস্থায় বাদ পড়ার স্বাভাবিক হতাশা ঝেড়ে ফেলতে ঘরোয়া রঞ্জি ট্রফিকেই হাতিয়ার করতে চাইছেন গব্বর। তিনি বলেন, 'অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল থেকে বাদ পড়ে আমি যারপরনাই হতাশ। তবে সমস্যা নেই। আমি টি-২০ ওয়ান ডে খেলতে পারব। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে আমি টেস্ট দলে জায়গা ফিরে পেতে চাই


অস্ট্রেলিয়া সফরের ভারতীয় টেস্ট দল: 
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), মুরলি বিজয়, পৃথ্বী , লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), পার্থিব প্যাটেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ

DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.