Header Ads

ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে চালকের আসনে ভারত। অভিষেকেই শতরান করলেন পৃথ্বী।


নজরবন্দি ব্যুরোঃ অভিষেক টেস্টেই রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে ঝড় তুললেন মুম্বইয়ের আরও এক বিস্ময় প্রতিভা পৃথ্বী ইংল্যান্ড সফরে শেষ দুই টেস্টে স্কোয়াডে থেকেও খেলার সুযোগ আসেনিশুধু শতরান করাই নয়, রানটা করলেন তিনি দাপটে
১৫ টি মেরে মাত্র ১০৩ বলেই তিনি পৌঁছে যান ১০২ রানে ভারতের রান এখন ৩২ ওভারে ১৭৫ তাঁর সঙ্গে অপরাজিত আছেন পুজারাএবং প্রত্যাশা মতোই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে প্রথম টেস্টের প্রথম সেশনেই চালকের ভূমিকায় ভারতএদিন মাঠে নামার আগেই অবশ্য বেশ কিছু কারণে পিছিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ এমনিতেই ক্রেমার রোচ নেই, তার উপর এদিন তাদের অধিনায়ক জেসন হোল্ডারকে ছাড়াই প্রথম একাদশ নামাতে হয় ওয়েল্ট ইন্ডিজকে তাঁর গোড়ালিতে চোট রয়েছে 


এদিন ম্যাচের আগে তিনি ফিটনেস টেস্টে ব্যর্থ হন টসে জিতে ভারত অধইনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিরিজ শুরু হওয়ার আগে থেকেই ফোকাসটা ছিল ১৮ বছরের পৃথ্বী -এর উপর এই সিরিজে বাদ দেওয়া হয়েছে ওপেনার মুরলী বিজয় এবং শিখর ধাওয়ানকে অস্ট্রেলিয়া সফরের আগে মাত্র ২টি টেস্ট পেয়েছেন পৃথ্বী নিজেকে প্রমাণ করার জন্য আর প্রথম ইনিংস থেকেই কাজ শুরু করে দিলেন মুম্বইয়ের এই বিস্ময় প্রতিভা


DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.