Header Ads

জলপাইগুড়ির চিলৌনি চা বাগানে বাঘ আতঙ্ক। মিললো পায়ের ছাপ।

নজরবন্দি ব্যুরোঃ জলপাইগুড়ির চিলৌনি চা বাগান। গাড়িতে দুই বন্ধুর সাথে বেরিয়েছিলেন ড্রাইভার কর্তব্য প্রধান। তখনই ঝোপের মধ্যে ডোরা কাটা লেজ ওয়ালা একটি প্রাণীকে লুকিয়ে পড়তে দেখেন।


সামসিং বন বিভাগের আধিকারিকদের খবর দেন কর্তব্য। এরপরেই চা বাগান সংলগ্ন এলাকা তল্লাশি চালিয়ে মিলেছে বেশ কিছু পায়ের ছাপ যেগুলিকে বাঘের পায়ের ছাপ বলে মনে করা হচ্ছে। বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এটা অসম্ভব নয়। শীতকালে অনেক সময় পাহাড় থেকে নিচে নেমে আসে বাঘ। তাছাড়া কিছুদিন আগেই চা বাগান নিকটস্থ সুন্দরী বস্তি এলাকায় বাঘে খুবলে খাওয়া একটি গরুর দেহ মিলেছে। এদিকে চা বাগানে বাঘ থাকার সম্ভাবনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

ছবি প্রতীকী
Theme images by caracterdesign. Powered by Blogger.