Header Ads

DESCRIPTION OF IMAGE

ঘূর্নিঝড় তিতলির দাপটে লন্ডভন্ড নন্দীগ্রাম।

নজরবন্দি ব্যুরোঃ তিতলির তান্ডবে গতকাল তছনছ হয়ে গিয়েছিল পটাশপুর, কেশিয়ারী। এবার তার দাপট্র বেসামাল হল মেদিনীপুরের নন্দীগ্রাম।

আজ সকালে টর্নেডোর মতো আছড়ে পড়ে তিতলি। ঝড়ের তান্ডবে উড়ে যায় বহু বাড়ির টালির চাল। উপড়ে পড়ে বড় বড় গাছ। নন্দীগ্রামের সিদ্ধেরবাজার, বিক্রমচক, ঠাকুরচক এলাকায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুটি। তবে প্রাণহানির কোনো খবর নেই৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলা গুলিতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তিতলি৷ তছনছ করে দেয় একাধিক জনপদ। বর্তমানে শক্তি অনেকটা হারালেও নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলায়।
Theme images by sndr. Powered by Blogger.