Header Ads

করওয়াচৌথের আনন্দে বিরাট- অনুষ্কা।


নজরবন্দি ব্যুরোঃ করওয়াচৌথের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা বিরাট কোহলি এটাই তাঁদের প্রথম করওয়াচৌথে অনুষ্কা-বিরাটের করওয়া চৌথ পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ট্রেন্ডিং হতে শুরু করে দেখে নেওয়া যাক, দজনে দুজন কে কি বললেন ।


বিরাটের প্রতি অনুষ্কা..


জীবনের প্রথম করওয়া চৌথের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট ঘরনী অনুষ্কা। আর তা পোস্ট করে তিনি লেখেন, 'আমার চাঁদ, আমার সূর্য, আমার তারা, আমাপ সবকিছু.. হ্য়াপি করওয়াচৌথ টু অল'


অনুষ্কার প্রতি বিরাট
অন্যদিকে, পিছিয়ে থাকতে রাজি নন মিঞা বিরাটও! তিনিও সোশ্যাল মিডিয়ায় তাঁর দাম্পত্য জীবনের প্রথম করওয়াচৌথের ছবি পোস্ট করে লেখেন,'মাই লাইফ, মাই ইউনিভার্স , করওয়াচৌথ?' এই বার্তার সঙ্গে অনুষ্কাকে ট্যাগ করে দেন তিনি


DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.