Header Ads

বিসিসিআই-র কাছে বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী বা বান্ধবীদের নিয়ে যাওয়ার অনুরোধ জানাল বিরাট।


নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির একটি অনুরোধে নতুন করে হৈ চৈ পড়ে গেল কি সেই অনুরধ? কোহলি চাইছেন বিদেশ সফরের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে থাক তাদের স্ত্রী এবং বান্ধবীরা
এই মর্মে বিসিসিআইকে অনুরোধও করেছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। সম্প্রতি বিদেশ সফরে স্ত্রী বা বান্ধবীদের নিয়ে যাওয়ার ব্যাপারে কড়া নিয়মে কিছুটা শিথিলতা এনেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা আগে ক্রিকেটারদের স্ত্রী বা বান্ধবীদের হোটেলে প্রবেশ এক্কেবারে নিষিদ্ধ ছিল

কিছুদিন আগেই বিসিসিআই নয়া নিয়ম এনে জানিয়েছে সফর শুরুর সপ্তাহ পর থেকে চাইলেই স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা কিন্তু এবার সেই নিয়মেও বদল চাইলেন ভারতীয় দলের অধিনায়ক তিনি চান বিদেশ সফরে আগাগোড়া সঙ্গে থাক স্ত্রী বা বান্ধবীরা


যদিও, বিরাটের সেই অনুরোধ নিয়ে এখনই কিছু ভাবা হচ্ছে না বলেও জানানো হয়েছে বিসিসিআইয়ের প্রশাসক প্যানেলের তরফে সিওএ- তরফে জানানো হয়েছে, এখনই বিসিসিআইয়ের পলিসির কোনও পরিবর্তন হচ্ছে না নির্বাচনের পর নতুন কমিটি এসেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে

Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.