পুজো কমিটিকে ১০ হাজার টাকা দেওয়া নিয়ে হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের, জারি স্থগিতাদেশ!
নজরবন্দি ব্যুরো: জনগণের টাকায় পুজোকমিটিকে ১০ হাজার টাকা দেওয়ার কারণ কী? এটা কী জনগণের টাকা? এভাবে সরকারি টাকা খরচের কারণ কী? পুজোয় মুখ্যমন্ত্রীর ১০ হাজার টাকা উপহার দেওয়ার ঘোষণা প্রসঙ্গে ঠিক এই সব প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
আগামী মঙ্গলবার পর্যন্ত কোনও পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে সরকারি উপহার দেওয়া যাবে না বলে স্থগিতাদেশ দেয় আদালত। জনগণের করের টাকায় পুজো কমিটিগুলিকে কেন ১০ হাজার টাকা অনুদান দেওয়া নিয়ে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। আজ ছিল মামলার শুনানির দিন। এদিনের শুনানিতে গোটা বিষয়ের উপর স্থগিতাদেশ দেয় আদালত।