Header Ads

ইউথ অলিম্পিকে প্রথম সোনা এলো ভারতের ঘরে।

নজরবন্দি ব্যুরোঃ ইউথ অলিম্পিকে ভারতের জয়যাত্রা শুরু হল সোনা দিয়ে। ছেলেদের ৬২ কেজি বিভাগে সোনা জেতেন ভারতের জেরেমি লালরিননুঙ্গা।
ইউথ অলিম্পিকে ভারতকে প্রথম সোনা এনে দিলেন ১৫ বছর বয়সী জেরেমি। ভারতের মিজোরামের আইজলের বাসিন্দা জেরেমি ২৭৪ কেজি ভার উত্তোলন করে প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে রূপো ও ব্রোঞ্জ জেতেন টোপটাস ক্যানার এবং ভিলার এস্টিভেন। প্রসঙ্গত, এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জয় করেছিল জেরেমি।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.