Header Ads

প্রয়াত অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট!

নজরবন্দি ব্যুরো: প্রয়াত অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাবলু বুশ। বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে এই খবর সংবাদমাধ্যমকে জানানো হয়।
এই বিষয়ে অ্যামেরিকার আরেক প্রাক্তন প্রেসিডেন্ট তথা সিনিয়র বুশের ছেলে জুনিয়র জর্জ ডাবলু বুশের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
ওই বিবৃতিতে লেখা, "জেব, নেল, মারভিন, ডোরো ও আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৯৪টি মনে রাখার মতো বছর পার করে আমাদের বাবা প্রয়াত হলেন। তিনি একজন মহান ও ভাল মানুষ ছিলেন। পাশাপাশি একজন ভালো বাবাও ছিলেন তিনি।"
Theme images by sndr. Powered by Blogger.