Header Ads

চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে পারবেন না লাল হলুদ ডিফেন্ডার আল আমনা।

নজরবন্দি ব্যুরোঃ ইস্টবেঙ্গলের সিরিয়ান মিডফিল্ডার আল আমনার চোট এখনো পুরোপুরি সারেনি। ফলে আগামি ১৩ নভেম্বর চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে খেলতে পারবেন না আমনা, যা নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল শিবির।
আমনার চোটের ব্যাপারে লাল হলুদের সহ সচিব ডঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত জানান, তাঁর চোট ভালো হওয়ার পথেই। হাসপাতালে চিকিৎসার শেষে সাত দিনের বিশ্রামে এখন অনেকটাই সুস্থ আমনা। দলীয় অনুশীলনে যোগ দেওয়ার পর থেকেই ফিজিও তাঁর ওপরে কড়া নজর রেখেছেন। ফিজিওর কথা মতো খুব একটা খারাপ পরিস্থিতিতে নেই আমনা। ফলে আরও কিছুদিন লাগবে তাঁর ম্যাচ-ফিট হতে। তাই খুব একটা তাড়াহুড়ো করতে চাইছেন না ইস্টবেঙ্গল কোচ।
Loading...
Theme images by lishenjun. Powered by Blogger.