Header Ads

সিপিআই(এম) গুলি চালালে ওদের মিষ্টি খাওয়াতে হবে! কি বলতে চাইলেন কেষ্ট?

নজরবন্দি ব্যুরোঃ বিতর্কিত কথা বলে বার-বার শিরোনামে এসেছেন অনুব্রত মন্ডল।বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত এবার সিপিআই(এম)কে তুলনা করল “ডানা গজানো পিপিলিকার” সঙ্গে।
বীরভূমে শাসকদলের এক সদস্যের পায়ে গুলি লাগে।অনুব্রতর দাবি, এটা সিপিআই(এম) এর কাজ।
তিনি বলেন, “পিপিলিকার ডানা গজায় মরিবার তরে।সিপিআই(এম)এর সেই একই অবস্থা । বাকিটা নিজেরা বুঝে নেন।”পাশাপাশি অনুব্রত আরও বলেন, “ওরা আমাদের উপ আক্রেরণ করবে, গুলি চালাবে! আর আমরা ওদের জন্য গরম রসগোল্লা নিয়ে আসবো।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.