চোলাইয়ের কারবারের রমরমা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি চোলাই তৈরির কারখানা। এই নিয়ে শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন নিজ নিজ এলাকায় নজর রাখছেন না মন্ত্রীরা? এ দিনের বৈঠকে সকলের উদ্দেশ্যে সেই প্রশ্নই তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মন্ত্রীদের তিনি বিধানসভা এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর এবং পুলিশ ও আবগারি দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
সূত্রের দাবি, চোলাই বন্ধে রাজ্যের আবগারি দপ্তরের উপর ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী। আবগারি দপ্তরের নজরদারির গাফিলতিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে জেলাগুলিতে এই বেআইনি মদের কারখানা গজিয়ে উঠছে। এমনটাই মনে করছেন তিনি।
সূত্রের দাবি, চোলাই বন্ধে রাজ্যের আবগারি দপ্তরের উপর ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী। আবগারি দপ্তরের নজরদারির গাফিলতিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে জেলাগুলিতে এই বেআইনি মদের কারখানা গজিয়ে উঠছে। এমনটাই মনে করছেন তিনি।