নজরবন্দি ব্যুরোঃ নবান্নের মধ্যেই ডিএ আন্দোলনের ঝড় উঠএছিল গতকাল । নবান্নের ইতিহাসে গতকালই প্রথমবার চত্বরের মধ্যেই কর্মী বিক্ষোভে উত্তাল খোদ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবন। পরে পুলিশ বিক্ষোভকারী কো-অর্ডিনেশান কমিটির এক জন মহিলা সহ ২০ জন সদস্য কে এবং আটক করে।
অন্যদিকে ইউইউপিটিডব্লুএ-র ব্যানারে রাজ্যের লক্ষাধিক প্রাথমিক শিক্ষক পথে নেমেছেন নিজেদের বেতন বৈষম্য দূর করতে। তাঁদের পিআরটি স্কেলের দাবি পৌঁছে গেছে নবান্নের অন্দরমহলে। কার্যত সরকারি কর্মী আর শিক্ষক আন্দোলনের ফলে বিধ্বস্ত মমতা সরকার। আর আজ স্বয়ং মুখ্যমন্ত্রী এই আন্দোলনগুলির উত্তর দিলেন এক্কেবারে সোজাসুজি!
আজ কালনার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, রাজকোষে টাকা না থাকা সত্বেও তিনি অনেক কিছু করেছেন। অস্থায়ী কর্মীদের ষাট বছর চাকরি নিশ্চিত করা থেকে শুরু করে আইসিডিএস কর্মী, পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ানো সব করেছেন তিনি। কিন্তু, তবুও সরকারি কর্মীরা দাও দাও করেই চলেছে। এসব আর সহ্য করবেন না তিনি। তাঁর নির্দেশ দাও দাও না করে সাধারণ মানুষের জন্য কাজ করুন।