Header Ads

নবীন-বরণে চটুল নাচ! এবার মুর্শিদাবাদের ডোমকল কলেজ।

নজরবন্দি ব্যুরো: সদ্য স্কুলের গণ্ডি পার হওয়া পড়ুয়ার দলকে কলেজ জীবনে স্বাগত জানানোকে বলে নবীন-বরণ। কিন্তু মুর্শিদাবাদের ডোমকল কলেজে নবীন-বরণ অনুষ্ঠানের নামে যেটা হল, তাতে অবাক রাজ্যের মানুষ।
এই নবীন-বরণের নামে যেটা হল সেটা লজ্জার। তারস্বরে বক্স বাজছে। বক্সে বাজছে চটুল গান।
আর তার সঙ্গেই মঞ্চে চলছে একের পর এক স্বল্প-বাসনাদের উদ্দাম নাচ। জানা গিয়েছে, কলেজের নবীন-বরণ অনুষ্ঠানে বাইরে থেকে শিল্পীদের নিয়ে আসা হয়। আর তাঁদের সেই চটুল নাচ উপভোগ করেন দর্শকরা। এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন ভাইরাল। আর এই ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর সমালোচনা।

Theme images by sndr. Powered by Blogger.