Header Ads

DESCRIPTION OF IMAGE

শাহরুখের 'জিরো' সিনেমার সেটে আগুন। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।


নজরবন্দি ব্যুরোঃ  দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল 'জিরো' সিনেমার সেট বৃহস্পতিবার বিকেলে 'জিরো'- সেটে আগুন লেগে যায় বিকেল সাড়ে চারটা নাগাদ এই ঘটনা ঘটে
দমকেলর পাঁচটি ইঞ্জিন ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি ঘটনার সময় শাহরুখ খান তাঁর ভ্যানিটি ভ্যানে- ছিলেন বলে জানা গিয়েছেজানা গিয়েছে এদিন মুম্বই ফিল্ম স্টুডিও-তে জিরো- একটি গানের শ্যুটিং চলছিল। 

প্রত্যক্ষদর্শীদের দাবি আচমকাই একটি স্টুডিও থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কে লোকজন ছুটতে শুরু করে। পরে জানা যায় ওই স্টুডিও-তে জিরো- শ্যুটিং চলছে। কিন্তু, সৌভাগ্যক্রমে সে সময় সেটে সেভাবে বেশি লোকজন ছিলেন না। শাহরুখ খানও ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেনTheme images by sndr. Powered by Blogger.