Header Ads

মাথার হেলমেটে বল লাগতেই লুটিয়ে পড়লেন ইমাম। আঁতকে উঠলো ক্রিকেট মাঠ।

নজরবন্দি ব্যুরোঃ চার বছর আগে ক্রিকেট মাঠে ফিল হিউজের স্মৃতি স্মরণ করিয়ে দিলো পাকিস্তান-নিউজিল্যান্ড তৃতীয় ম্যাচ। লকি ফার্গুসনের বাউন্সারে মাঠের মধ্যে শুয়ে পড়েন পাকিস্তানি ব্যাটসম্যান ইমাম উল হক।
কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিল সকলের হৃদস্পন্দন। তবে অবশেষে চোখ মেললেন ইমাম। ফার্গুসনের বল হেলমেটের পেছনে এসে সজোরে লাগে ইমামের। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সিটি স্ক্যানের পর ডাক্তাররা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। চিকিৎসার পর ফের দলের সাথে যোগ দেন ইমাম।
Theme images by caracterdesign. Powered by Blogger.