Header Ads

najarbandi alok somman 2018

অস্ট্রেলিয়া সফরের সম্পূর্ণ ক্রীড়া সূচী।

নজরবন্দি ব্যুরোঃ রবিবারই চেন্নাইয়ের ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি২০আই দিয়ে শেষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর এরপরই ভারতের সামনে রয়েছে লম্বা অস্ট্রেলিয়া সফর
প্রায় মাস ধরে কোহলি ব্রিগেড সেখানে ৩টি টি২০আই, ৪টি টেস্ট ৩টি ওডিআই ম্যাচ খেলবে এবার দেখেনিন সম্পূর্ণ ক্রীড়া সূচী।

টি-২০ সিরিজ

 প্রথম টি২০ - ২১ নভেম্বর, ব্রিসবেন, ভারতীয় সময় দপুর :৫০
 দ্বিতীয় টি২০ - ২৩ নভেম্বর, মেলবোর্ন, ভারতীয় সময় দপুর :২০
তৃতীয় টি২০ - ২৫ নভেম্বর, সিডনি, ভারতীয় সময় দপুর :২০

টেস্ট সিরিজ

 প্রথম টেস্ট - ডিসেম্বর ০৬, অ্যাডিলেড, ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা
 দ্বিতীয় টেস্ট - ১৪ ডিসেম্বর, পার্থ, ভারতীয় সময় সকাল ৭টা ৫০
 তৃতীয় টেস্ট - ২৬ ডিসেম্বর, মেলবোর্ন, ভারতীয় সময় ভোর ৫টা
 চতুর্থ টেস্ট - ০৩ জানুয়ারী ('১৯), সিডনি, - ভারতীয় সময় ভোর ৫টা
ওয়ান ডে  সিরিজ

 প্রথম ওডিআই - ১২ জানুয়ারি ('১৯), সিডনি, ভারতীয় সময় সকাল ৮টা ৫০
 দ্বিতীয় ওডিআই - ১৫ জানুয়ারি ('১৯), ভারতীয় সময় সকাল ৯টা ২০

 তৃতীয় ওডিআই - ১৮ জানুয়ারি ('১৯), মেলবোর্ন, ভারতীয় সময় সকাল ৭টা ৫০


Theme images by caracterdesign. Powered by Blogger.