Header Ads

তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ, চারিদিকে পাপ আর মৃত্যু; অভিযোগ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের!

নজরবন্দি,ঘাটাল: নদীয়া জেলার শান্তিপুরের চৌধুরীপাড়া গ্রামে বিষাক্ত চোলাই মদ পান করে ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে এখনও হাসপাতালে ভর্তি আছেন আরও ২৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা! বিষমদ কাণ্ডের বাড়বাড়ন্ত সাথে চোলাই খেয়ে মৃত্যুতে ক্ষতিপূরণ নিয়ে রাজ্যকে এক হাত নিলেন বিজেপির রাজ্য স্তরীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার মনোহরপুরে জনসভায় যোগদিতে আসেন বিজেপি নেতা জয় ব্যানার্জি।সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন,” এমনিতেই তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে।যেখানেই দেখছি সেখানেই মৃত্যু সেইখানেই পাপ। নেতা নেত্রীদের লোভের ভাইরাস ঢুকে গেছে। টাকা কামানোর জীবানু ঢুকে গেছে। তার অন্যতম উদাহরণ হচ্ছে শান্তিপুরে চোলাই মদ খেয়ে মৃত্যু। এটা শুধু পশ্চিমবঙ্গে দেখেছি সারা দেশ বিদেশ ঘুরে।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি আরও বলেন, এখন যেহেতু রোজভ্যালি,সারদা নেই। এখন এইসব করেই তৃণমূল পয়সা কমাচ্ছে। সেইজন্য লোভ এবং টাকা কামানোর যে ভাইরাস জীবনে ওদের ঢুকে গেছে এটা ক্যান্সারের চাইতেও ডেনজারাস।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.