Header Ads

এবার আগ্রার নাম পরিবর্তনের দাবী বি জে পি নেতার।


নজরবন্দি ব্যুরোঃ এবার আগ্রারও নাম বদলাতে চান বিজেপি নেতা জগন প্রসাদ গর্গ আগ্রা নামটি বদলে নাম রাখা হোক 'আগ্রাভান' কিংবা 'আগ্রাওয়াল', এটাই তার দাবি 

তার মতে, 'আগ্রা' শব্দটির কোনো অর্থ নেই তিনি বলেছেন, "যেখানে ইচ্ছা খুঁজে দেখে নিন, আগ্রা শব্দের কোনো অর্থ কোথাও পাবেননা" এক প্রেস কনফারেন্স- জগন গর্গ বলেন, আগ্রার এলাকায় বহু কাল আগে অনেক জঙ্গল ছিল এবং আগারওয়াল সম্প্রদায় থাকতেন সেইখানে সুতরাং সেখানের নাম হওয়া উচিত 'আগ্রাভান' অথবা 'আগ্রাওয়াল' এছাড়াও সংগীত সম দাবি করেছেন যে মুজাফফরনগরের নাম বদলে 'লাক্সমি নগর' রাখা হোক তিনি জানিয়েছেন যে এহেন দাবি জনতাদের কাছ থেকে এসেছেDESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.