Header Ads

#মি টু-র জের! 'হাউজফুল ৪' থেকে বাদ নানা পাটেকর।


নজরবন্দি ব্যুরোঃ এবার কি তাহলে অবসর নিতে চলেছেন নানা পাটেকর ? 'হাউজফুল ' থেকে নানা পাটেকরকে ছেঁটে ফেলে তাঁর জায়গায় নিয়ে আসা হচ্ছে 'বাহুবলী' অভিনেতা রানা দাগগুবতীকে 'মি টু' বিতর্কে নাম জড়ানোর জন্যই কি বাদ দেওয়া হল নানাকে, তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে
এর আগে শোনা যাচ্ছিল, 'হাউজফুল '- নানার জায়গায় নেওয়া হতে পারে অনিল কাপুর অথবা সঞ্জয় দত্তকে  সব জল্পনার অবসান ঘটিয়ে এবার নানার জায়গায় আসছেন রানা দাগগুবতী এক সংবাদমাধ্যমকে রানা দাগগুবতী বলেন, দক্ষিণী সিনেমা জগত থেকে বেরিয়ে অন্য কাজ করতে চাইছিলেন তিনি
এদিকে 'মি টু'-তে নাম জড়ানোয় 'হাউজফুল ' থেকে বাদ পড়েছেন সাজিদ খানও পাশাপাশি, এই প্রসঙ্গে অক্ষয় কুমার জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে, যতক্ষণ না পর্যন্ত আদালত থেকে তাঁদের ক্লিনচিট দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁদের সঙ্গে কাজ করবেন না এরপরই 'হাউজল ' থেকে নিজের মত করেই সরে দাঁড়ান পরিচালক সাজিদ খান


DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.