Header Ads

আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিং-এ ১নম্বরে বিরাট!


নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ওয়ান-ডে  র‌্যাঙ্কিং-এ প্রকাশ করল আইসিসি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা-ইংল্যান্ড বাংলাদেশ-জিম্বাবোয়ের মধ্যে সিরিজ শেষ হয়েছে আপডেটেড ্যাঙ্কিং বলছে ওয়ান-ডে ফর্ম্যাটে ১০,০০০ রান পূর্ণ করা কোহলি আরও জাঁকিয়ে বসেছেন এক নম্বর আসনে
উইন্ডিজের বিরুদ্ধে সিরিজের সর্বোচ্চ স্কোরার (৪৫৩ রান) বিরাট ১৫ পয়েন্ট পেয়েছেন মোট ৮৯৯ পয়েন্টের সৌজন্যে একেই তিনি দ্বিতীয় স্থানে রোহিত শর্মা উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি করেছেন ৩৮৯ রান ২৯ পয়েন্ট পেয়েছেন তিনি

বোলারদের রাঙ্কিং-এস্পিনার যুজবেন্দ্র চাহাল রবীন্দ্র জাদেজা দারুণ এগিয়েছেন। ওয়ান-ডে ফর্ম্যাটের এক নম্বর বোলার যসপ্রীত বুমরা কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন। ৮৪১ পয়েন্ট এসেছে তাঁর ঝুলিতে। তিনে থাকা কুলদীপ যাদব ১১৮ পয়েন্ট পেয়েছেন। তিনিও কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট (৭২৩) পেয়েছেন। যুজবেন্দ্র চাহাল তিন ধাপ এগিয়ে আট নম্বরে এসেছেন। কেরিয়ারে এই প্রথম সেরা দশের মধ্যে আসলেন তিনি। জাদেজা ১৬ ধাপ এগিয়ে ২৫ নম্বরে এসেছেন। উইন্ডিজের বিরুদ্ধে সাতটি উইকেট পেয়েছেন তিনি। 

দলীয় র‌্যাঙ্কিং-এ ভারত ওয়ান-ডে সিরিজ জিতেও দু'নম্বরে একটি রেটিং পয়েন্ট ভারত খুইয়েছে ইংল্যান্ড এক পয়েন্ট পেয়ে একে ইংল্যান্ডের এখন ১২৬ পয়েন্ট ভারত দাঁড়িয়ে ১২১ পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজ তিন পয়েন্ট পেয়ে ক্রমতালিকায় নম্বরে রয়েছে

DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.