লাইনে দাঁড়ানর দিন শেষ, লোকাল ট্রেনের টিকিট এবার কাটা যাবে অ্যাপ মারফত।
নজরবন্দি ব্যুরোঃ লোকাল ট্রেনের টিকিট কাটতে আর লাইন দিতে হবে না। রেল সূত্রে খবর, রেলযাত্রায় আরও দ্রুততা আনতে, নয়া ব্যবস্থা চালু করা হচ্ছে।
আপাতত শিয়ালদহ শাখায় পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে অ্যাপ মারফত টিকিট কাটার ব্যবস্থা। ‘ইউপিএস অ্যাপ’-এই নামের একটি অ্যাপ চালু করতে চলেছে রেল। সেই অ্যাপের দ্বারাই কিউ আর কোড-এর মাধ্যমে রেলের টিকিট কাটা যাবে।