Header Ads

najarbandi alok somman 2018

দীপাবলীতে মীরার ঠোঁটে ঠোঁট রাখলেন শাহিদ কাপুর।

নজরবন্দি ব্যুরোঃ বিয়ে এবং সন্তান দুই-ই হয়ে গেছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর ও মীরা রাজপুতের।
জন্ম নিয়েছে তাদের ছোট্ট পৃথিবী জৈন কাপুর। তবে এখনো তাদের প্রেম যে একেবারে আগের মতোই উত্তেজনাপূর্ণ তা প্রমাণ করলেন শাহিদ-মীরা।
দীপাবলীতে চোখ ধাঁধানো ডিজাইনার পোশাক পড়ে সকলের নজর কেড়েছে জৈন। হাজির ছিল তার দিদি মিশাও। সকলে যখন খুদেদের দেখতে বুঁদ তখন চমক দিলেন শাহিদ এবং মীরা। দীপাবলীতে মীরার ঠোঁটে ঠোঁট রাখলেন শাহিদ। প্রেমে মগ্ন ঘনিষ্ঠ ছবি নিজেই শেয়ার করলেন ইনস্টাগ্রামে। এরপরেই ভাইরাল হয়ে যায় সেই ছবি।


Theme images by caracterdesign. Powered by Blogger.