Header Ads

DESCRIPTION OF IMAGE

গ্রেফতার করা উচিত সিধুকে! দাবি বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর।

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছিল ছবিটা। তারপর থেকে বিতর্কের সূত্রপাত। এক ফ্রেমে দেখা গিয়েছিল পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু ও খালিস্তানিপন্থী শিখ নেতা গোপাল চাওলাকে।
আর এই ঘটনার পরে থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল সিধুর ভূমিকা নিয়ে। এবার এই ঘটনা নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

তাঁর দাবি পঞ্জাব মন্ত্রী ও কংগ্রেস নেতা সিধুকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। এখানেই শেষ নয়, সিধুর গতিবিধি ও ও উদ্দ্যেশ্য নিয়েও প্রশ্ন তুলে স্বামীর দাবি এই ঘটনার তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে দেওয়া উচিত। যদিও এই ঘটনার পর সিধু জানিয়েছেন, তিনি নাকি গোপাল চাওলাকে চেনেন না। সেই বক্তব্য প্রসঙ্গে স্বামীর আরও দাবি তাহলে খালিস্তান নিয়েও সিধুর মাথাব্যথা থাকবার কথা নয়।

Theme images by sndr. Powered by Blogger.