Header Ads

ভুত এবং হানাবাড়ি নিয়ে সুজয় ঘোষ এবার নেটফ্লিক্সে। আসছে টাইপরাইটার।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৫-র পর আবার ২০১৮তে। ফের ডিজিটাল প্ল্যাটফর্মে ফিরছেন পরিচালক সুজয় ঘোষ। এবার তিনি গাঁটছড়া বাঁধছেন নেটফ্লিক্সের সাথে।


নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে একটি ওয়েব সিরিজ তৈরি করবেন সুজয় ঘোষ। একটি হানাবাড়ি এবং ভুতের গল্প নিয়ে এগোবে এই নেটফ্লিক্স সিরিজ। সিরিজটার নাম 'টাইপরাইটার'। গোয়াতে শুরু হয়ে গেছে এর শুটিং। গোটা বিষয়টি জানিয়েছেন নেটফ্লিক্সের ক্রিয়েটিভ এক্সিকিউটিভ সিমরান শেঠি।
DESCRIPTION OF IMAGE
Theme images by sndr. Powered by Blogger.