আমি চোরদের ভয় পাই না! জানিয়ে দিলেন কৈলাস বিজয়বর্গীয়
নজরবন্দি ব্যুরো: দু-দিন আগে এক জনসভাতে অভিষেক নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করে ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। আর তারি জেরে এই বিজেপি নেতাকে মানহানির চিঠি ধরানো হয়।
আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো মানহানির নোটিশের প্রেক্ষিতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দেন, ‘আমি চোরদের ভয় পায় না, প্রত্যেকেই জানে পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কাজ করছে। আমি ক্ষমা চাইব না, আর খুব তাড়াতাড়িই এরা সবাই জেলে যাবে।’ সংবাদ সংস্থা ANI-কে ন একথা বলেন তিনি।
No comments