শিক্ষকরা সরকারের সমালোচনা করলে কি অবস্থা হবে? হাড়হিম করা ইঙ্গিত অনুব্রতর।
নজরবন্দি ব্যুরোঃ বকেয়া ডিএ, বেতন বৈষম্য সহ একাধিক বঞ্চনা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের শিক্ষকরা। এবার কি তাদের উদ্দেশ্যেই ঘুরিয়ে হাড়হিম করা হমকি দিলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল?
এক সভা থেকে অনুব্রত বলেন, "যখন শুনি কোনো স্কুলে বোম পড়ে তখন খুব খারাপ লাগে। আবার যখন শুনি কোনো মাস্টারমশাই ট্রেনে বাসে সরকারের সমালোচনা করছেন তখনও ভীষন খারাপ লাগে৷"(আরও পড়ুনঃ১০% আসন বাদ দিয়ে সমস্ত শিক্ষক নিয়োগে আর বাধা নেই! ) তাঁর এই কথার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দুটো বিষয়কে পরপর উল্লেখ করে কিসের ইঙ্গিত দিলেন অনুব্রত?
ট্রেনে বাসে সরকারের সমালোচনায় তাঁর খারাপ লাগে ভীষন। আবার স্কুলে বোম পড়লেও খারাপ লাগে তাঁর। তবে কি অনুব্রত বোঝাতে চাইলেন, শিক্ষকরা এরপর সরকারের বিরুদ্ধে গিয়ে সমালোচনা করলে স্কুলে বোমা মারার নিদান দেবেন তিনি? এ কেমন ইঙ্গিত? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে।
No comments