দিলীপ ঘোষের উপর হামলা! রথযাত্রা কর্মসূচি শুরুর আগে উত্তেজনা
নজরবন্দি ব্যুরো: আবার আক্রান্ত বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর গাড়িতে হমালা চালানো হয়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই-এ। এই এলাকায় শুক্রবার রথ বের করার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বৃহস্পতিবার দুপুরে সিতাই পৌঁছানোর পরেই দিলীপ-বাবুর গাড়িতে হামলা চালায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতি।
তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। দিলীপ-বাবুর বক্তব্য,"একদল হামলাকারী এসে বাঁশ নিয়ে আমাদের গাড়ি ভাঙচুর করে। পুলিশের সামনেই এই ঘটনাটি ঘটে।"
বৃহস্পতিবার দুপুরে সিতাই পৌঁছানোর পরেই দিলীপ-বাবুর গাড়িতে হামলা চালায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতি।
No comments