Header Ads

DESCRIPTION OF IMAGE

গোতি হীন ভারতীয় ক্রিকেট। আসুন এক নজরে দেখেনি তাঁর কারনামা।

নজরবন্দি ব্যুরোঃ অবসর ঘোষণা করলেন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিও পোস্টে নিজের অবসর গ্রহণের কথা জানান তিনি। ১৪৭ টি ওয়ানডে ম্যাচে করেছেন ৫,২৩৮ রান।
আছে ১১টি সেঞ্চুরি। ৫৮টি টেস্ট, করেছেন ৪,১৫৪ রান। এবার এক নজরে দেখে নেওয়া যাক গৌতম গম্ভীরের কিছু অনবদ্য ক্রিকেটীয় পরিসংখ্যান:
• প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পর তিনিই ভারতের বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক (টেস্ট)। নিজের কেরিয়ারে ৫৮টি টেস্টে করেছেন ৪,১৫৪ রান। সৌরভ ১১৩টি টেস্টে করেছিলেন ৭,২১২ রান।

 • টেস্টে ভারতীয়দের মধ্যে সেরা ওপেনিং জুটি তাঁর ও বীরেন্দ্র সেহবাগের। 'বীরু-গোতি' জুতির টেস্টে মোট রান ৪,৪১৪। তাঁর পরে আছেন চৌহান ও গাভাসকর জুটি। তাঁরা করেছিলেন ৩,০১০ রান।


 • টেস্টে ভারতীয়দের মধ্যে দীর্ঘক্ষণ ক্রিজে কাটানোর এক নজিরও আছে গোতির ঝুলিতে। ২০০৯ সালে ক্রিজে ৬৪৩ মিনিট ছিলেন তিনি। তাঁর আগে আছেন শুধু নভজ্যোত্‍ সিং সিধু (৬৭৩ মিনিট)।

 • ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের নজির (এক ইনিংসে) রয়েছে গম্ভীরের। ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ৯৭ রান।

 • ক্যাপ্টেন গম্ভীরের রেকর্ডও বেশ নজরকাড়া। ওয়ানডেতে ৬বার দেশকে নেতৃত্ব দিয়েছেন ও ৬টি ম্যাচেই জিতেছেন। আইপিএলে ১২৯টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৭১টি ম্যাচ জিতেছেন। প্রসঙ্গত, আইপিএলে কেকেআরকে দু'বার চ্যাম্পিয়নও করেছিলেন তিনি।

No comments

Theme images by sndr. Powered by Blogger.