Header Ads

বুলন্দশহরের অফিসারের খুনের ঘটনাকে 'দুর্ঘটনা' বলে দিলেন যোগী !


নজরবন্দি ব্যুরোঃ বুলন্দশহর হিংসায় নতুন তথ্য দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সিয়ানার স্টেশন হাউস অফিসারের খুনের ঘটনাকে সোজাসুজি 'দুর্ঘটনা' বলে বর্ণনা করলেন যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর বুলন্দশহরের সিয়ানায় থানায় হামলা করে কমপক্ষে ৪০০ মানুষ।
এলাকায় একটি গরুর মৃতদেহ পাওয়াকে কেন্দ্র করে তারা পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় মৃত্যু হয় সুমিত নামে এক যুবকের। পাশাপাশি গুলিতে মৃত্যু হয় থানার ইনস্পেক্টর সুবোধ কুমার সিংয়ের। উত্তেজিত জনতা ডজনখানেক গাড়ি জ্বালিয়ে দেয়।হামলার একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

 সেই ভিডিও দেখে এক সেনা জওয়ানকে চিহ্নিত করেছে পুলিস। সে-ই সুবোধ কুমার সিংকে গুলি করেছে বলে সন্দেহ করছে পুলিস। তার খোঁজে জম্মু ও কাশ্মীরে পুলিসের দুটি দল পাঠিয়েছে রাজ্য প্রশাসন। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর হয়েছে ৯০ জনের নামে।

DESCRIPTION OF IMAGE

No comments

Theme images by sndr. Powered by Blogger.