"দিল্লি থেকে টেনে নামাবো", মোদীকে গদিচ্যুত করার হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের।
নজরবন্দি ব্যুরোঃ আগামি ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড উপলক্ষে সরগরম রাজনৈতিক মহল। জেলায় জেলায় চলছে ব্রিগেডের প্রস্তুতি। হুগলির এক সমাবেশ থেকে সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল নেতা কল্যান বন্দ্যোপাধ্যায়।
হুগলির চন্ডীতলার মশাটে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, "এবার ভোটে মোদীজী টের পাবেন। দিল্লি থেকে ওনাকে টেনে নামিয়ে আনবো গুজরাটে।" প্রসঙ্গত, ব্রিগেডে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল গুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে নোট বাতিল প্রসঙ্গে মোদীকে আরও এক দফা তুলোধোনা করে মহম্মদ বিন তুঘলকের মতো হঠকারী আখ্যা দেন কল্যান বাবু।
No comments