শবরীমালা ইস্যুতে থমকে গেল কেরালা বিধানসভা কক্ষ।
নজরবন্দি ব্যুরোঃ শবরীমালা ইস্যু নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে উত্তপ্ত কেরালা। এবার একই বিষয়ে নিয়ে আলোচনা প্রসঙ্গে মূলতুবি হয়ে গেল কেরালা বিধানসভার অধিবেশন।
বিরোধী দলনেতা রমেশ চেন্নিতালা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত তিন চার দিন ধরে বিরোধীরা শবরীমালা ইস্যুতে আলোচনা চাইছিল৷ কিন্তু রাজী হচ্ছিল না সরকার। আজ এবিষয়ে বিধানসভায় আওয়াজ তোলা হয় অবশেষে। তিনি আরও বলেন, সরকার এবিষয়ে তাদের সাথে আলোচনা না করলে তারা সংসদের সামনে ধর্নায় বসবেন।
প্রসঙ্গত, শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্দির কর্তৃপক্ষ৷ কর্তৃপক্ষের দাবিতে সমর্থন জানায় বিজেপি। এই নিয়ে বিগত কিছুদিন ধরে চাপানউতোর চলছে কেরালায়।
প্রসঙ্গত, শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্দির কর্তৃপক্ষ৷ কর্তৃপক্ষের দাবিতে সমর্থন জানায় বিজেপি। এই নিয়ে বিগত কিছুদিন ধরে চাপানউতোর চলছে কেরালায়।
No comments