শবরীমালা ওষুধেও কাজ হলনা। কেরলে লাল ঝড়ে উড়ে গেল গেরুয়া ধ্বজা।
নজরবন্দি ব্যুরোঃ শবরীমালা মন্দির ইস্যুতে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করার অভিযোগ তুলে সিপিআইএম-কে কোনঠাসা করার স্বপ্ন দেখেছিল গেরুয়া শিবির৷ তবে তা যে আদৌ দিবাস্বপ্ন সেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলো কেরলের পুরসভা উপনির্বাচন।
শুক্রবার কেরলের বিভিন্ন পুরসভার ৩৯টি ওয়ার্ডের উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনের স্কোরবোর্ড জানিয়ে দিয়েছে, ডাহা ফেল বিজেপি। শবরীমালা ইস্যু নিয়ে হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়ে ফায়দা তোলা যাবে বলে মনে করেছিলেন অমিত শাহ এবং তাঁর দল। কিন্তু সেই ওষুধ একেবারেই কাজে আসেনি।
৩৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে জয়ী হয়েছে সিপিআইএম সহ এলডিএফ। ১২ ওয়ার্ড পেয়েছে কংগ্রেস সমর্থিত ইউডিএফ। বিজেপির ঝুলিতে মাত্র ২টি ওয়ার্ড। যদিও পুরসভা উপনির্বাচন লোকসভার ভাগ্য নির্ণায়ক নয়, তবু একথা অনস্বীকার্য যে রাজ্যে ক্ষমতার দৌড়ে বিজেপি এখনো তৃতীয় স্থানে। মানুষের সমর্থন বুঝিয়ে দিয়েছে সেটাই।
৩৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে জয়ী হয়েছে সিপিআইএম সহ এলডিএফ। ১২ ওয়ার্ড পেয়েছে কংগ্রেস সমর্থিত ইউডিএফ। বিজেপির ঝুলিতে মাত্র ২টি ওয়ার্ড। যদিও পুরসভা উপনির্বাচন লোকসভার ভাগ্য নির্ণায়ক নয়, তবু একথা অনস্বীকার্য যে রাজ্যে ক্ষমতার দৌড়ে বিজেপি এখনো তৃতীয় স্থানে। মানুষের সমর্থন বুঝিয়ে দিয়েছে সেটাই।