Header Ads

দিঘায় জগন্নাথ মন্দির গড়বেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরোঃ দিঘায় জগন্নাথ মন্দির গড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে দিঘাকে তিনি পুরীর মতোই জগন্নাথতীর্থ হিসাবে তুলে ধরতে চান। ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝে সমুদ্রের ধারে একটি জগন্নাথ মন্দির আছে। এই এলাকাকে জগন্নাথ ঘাট বলা হয়।
মন্দিরটি অবশ্য ছোট। এখানে একই সঙ্গে গঙ্গার পুজো হয়। রয়েছে কালীমূর্তিও। লোকনাথের মূর্তি আছে। এই মন্দিরই পুরীর মন্দিরের মতো করে তৈরি করে দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার দিঘায় পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে তাঁর এই অভিনব সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

 তিনি বলেন, 'পুরীর মতো অত বড় না হলেও নতুন করে জগন্নাথ মন্দিরটি রাজ্য সরকার গড়বে। ভবিষ্যতে দিঘাও হয়ে উঠবে জগন্নাথদেবের আর এক তীর্থক্ষেত্র।' কত খরচ হবে, কত দিন লাগবে ইত্যাদি বিষয় দেখে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী ও জেলাশাসককে অবিলম্বে মন্দিরের ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেন মমতা।

 এর আগেও সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলির সংস্কার হয়েছে। এক্ষেত্রেও সেই পদ্ধতিতে কাজ করবে সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.