Header Ads

বাড়িতে বসেই স্মার্টফোনে কেটে নেওয়া যাবে মেট্রোর টিকিট।

নজরবন্দি ব্যুরোঃ স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ। বাড়িতে বসেই স্মার্টফোনে কেটে নেওয়া যাবে মেট্রোর টিকিট। টিকিট কাটলে পাওয়া যাবে কিউআর কোড। যে কোড ব্যবহার করেই পার করা যাবে মেট্রোর গেট।ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আসতে চলেছে নয়া এই ব্যবস্থা।
মেট্রোসূত্রে খবর, আগামী বছরের মাঝামাঝি চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পরিষেবা। নয়া পরিষেবার গোড়া থেকেই এই কিউআর কোড ব্যবহার করে গেট পার হতে পারবেন যাত্রীরা। ইতিমধ্যেই এই পাঁচ স্টেশনে বসছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর।

 সেই সঙ্গে কাউন্টারে ভিড় এড়াতে চালু হচ্ছে এই কিউআর কোডে মেট্রোর এন্ট্রি-এক্সিট পরিষেবা। মেট্রোসূত্রে খবর, বর্তমান মেট্রোয় সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা হলেও ইস্ট-ওয়েস্ট মেট্রোয় তা ১০ টাকা হওয়ার সম্ভাবনা। তারপর প্রতি স্টেজে পাঁচ টাকা করে বাড়বে। খুচরো টিকিটের জন্য থাকবে টোকেন ব্যবস্থা। সেই সঙ্গে মান্থলির জন্য স্মার্টকার্ডও। পাশপাশি টিকিটিং ব্যবস্থাকে ক্যাশলেস করার জন্যই চালু হতে চলেছে কিউআর কোড ব্যবস্থা।

No comments

Theme images by sndr. Powered by Blogger.