দেশের প্রধানমন্ত্রী তো চড়ে বসে রয়েছেন আম্বানির কোলে! মোদীকে নজিরবিহীন আক্রমন কংগ্রেস নেতার।
নজরবন্দি ব্যুরোঃ বিজেপি দেশবাসীকে তিন মোদী উপহার দিয়েছে। এরা হলেন ললিত মোদী, নীরব মোদী এবং নরেন্দ্র মোদী। শেষের জন বসে রয়েছেন আম্বানির কোলে। বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন কংগ্রেস নেতা তথা পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু।
সিধু বলেন, দেশকে চার গান্ধী উপহার দিয়েছে কংগ্রেস। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কংগ্রেসের। অপরদিকে দেশকে নৈরাজ্যে ভরিয়ে দিয়েছে বিজেপি৷ স্যুটবুটের সরকারের দৌরাত্ম্যে দুরবস্থার শেষ নেই কৃষকদের৷ এদিকে মোদীজী চড়ে বসে রয়েছেন আম্বানির কোলে, কটাক্ষ করেন নভজ্যোত সিং সিধু।
সিধু উল্লেখ করেন, কৃষকদের উৎপাদিত ৩৮ লক্ষ মেট্রিক টন শস্যের মধ্যে মাত্র ৪ লক্ষ মেট্রিক টন ক্রয় করেছে বসুন্ধরা রাজে সরকার। বাকি ৩৪ লক্ষ মেট্রিক টন গেছে মিডল ম্যানদের হাতে। এদিন তিনি প্রতীজ্ঞা করেন, রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের সমস্ত ঋণ মুকুব করে দেওয়া হবে। সেই সাথে বিনামূল্যে বিদ্যুত সংযোগ প্রদান করা হবে বলেও প্রতিশ্রুতি দেন কংগ্রেসের এই নেতা।
সিধু উল্লেখ করেন, কৃষকদের উৎপাদিত ৩৮ লক্ষ মেট্রিক টন শস্যের মধ্যে মাত্র ৪ লক্ষ মেট্রিক টন ক্রয় করেছে বসুন্ধরা রাজে সরকার। বাকি ৩৪ লক্ষ মেট্রিক টন গেছে মিডল ম্যানদের হাতে। এদিন তিনি প্রতীজ্ঞা করেন, রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের সমস্ত ঋণ মুকুব করে দেওয়া হবে। সেই সাথে বিনামূল্যে বিদ্যুত সংযোগ প্রদান করা হবে বলেও প্রতিশ্রুতি দেন কংগ্রেসের এই নেতা।
No comments