Header Ads

পেপারলেস বিধানসভা করার লক্ষ্যে পদক্ষেপ পশ্চিমবঙ্গ বিধানসভার।

নজরবন্দি ব্যুরোঃ পেপারলেস বিধানসভা করার লক্ষ্যে পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ বিধানসভা। ই-বিধানের পাঠ দিতে গতকাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়েছে কর্মশালা। আজও চলবে এই কর্মশালা।
কর্মশালায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ, বিধানসভার সচিব, বিরোধী দলনেতা, শাসকদলের মুখ্যসচেতক ও বাম পরিষদীয় দলনেতা।গতকাল প্রথমে বোঝানো হয় কীভাবে আগামীদিনে বিধানসভা কাগজমুক্ত হতে পারে। তারপর বিধানসভার সব আধিকারিকদের নিয়ে শুরু হয় প্রশিক্ষণপর্ব।

কীভাবে বিধানসভার সামগ্রিক কাজকর্ম ডিজিটালাইজ়ড করা যায়, চলবে তার কর্মশালা। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রকের সেক্রেটারি এবং NIC-র ডেপুটি ডিরেক্টর জেনারাল উপস্থিত ছিলেন এই কর্মশালা। জানা গেছে, প্রশ্নোত্তর পর্ব থেকে আলোচনার বিষয়, বাজেটের নথি কিংবা ভোটিং পদ্ধতি এসব কিছুই ডিজিটালাইজ়ড হবে।

No comments

Theme images by sndr. Powered by Blogger.